মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীণ জয়িতা ফাউন্ডেশন হতে ২০২১-২২ অর্থবছরে ২০ (বিশ) কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণ
নভেল করোনা ভাইরাস (COVID-19) পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে লক্ষ্য করে গ্রামীণ এলাকায় ঋণদান কার্যক্রম সম্প্রসারণের জন্য জয়িতা ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দকৃত ৫০ (পঞ্চাশ) কোটি টাকার অনুদান হতে ২০২১-২২ অর্থবছরে অর্থবিভাগ হতে ছাড়কৃত মোট ২০ কোটি টাকা ৪% সুদে ২৮৩ জন নারী উদ্যোক্তার অনুকূলে প্রণোদনা ঋণ হিসেবে বিতরণ করা হয়। চুক্তিকৃত ৬ টি ব্যাংকের মাধ্যমে উক্ত ঋণ বিতরণ করা হয়। ব্র্যাক ব্যাংক হতে ১১৩ জন, বেসিক ব্যাংক হতে ৮৩ জন, ব্যাংক এশিয়া হতে ৫০ জন, ঢাকা ব্যাংক হতে ২৪ জন, দি সিটি ব্যাংক হতে ৮ জন এবং ওয়ান ব্যাংক হতে ৫ জন অর্থাৎ মোট ২৮৩ জন নারী উদ্যোক্তা প্রণোদনা ঋণ পেয়েছেন।