জয়িতা স্কুটি ঋণ: সহজে পথ চলার বিশ্বস্ত সঙ্গী
জয়িতা ফাউন্ডেশন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশনায় ব্যক্তি নারী উদ্যোক্তা ও নারী উদ্যোক্তা সমিতির সহায়তায় কাজ করে যাচ্ছে। জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত হয়ে আপনিও সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, পণ্য বিপণনসহ নানা সেবা পেতে পারেন।
<- নারী উদ্যোক্তাদের পথ চলা সহজ করতে দেয়া হবে স্কুটি ঋণ ।
<- জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে মাত্র ৫ শতাংশ হার সুদে ঋণ নিয়ে আপনিও হতে পারেন স্কুটির গর্বিত মালিক।
<- অনলাইনে আবেদন করতে ক্লিক করুন
জয়িতা স্কুটি ঋণের জন্য আবেদন ফর্ম (পিডিএফ)