Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুন ২০২১

জয়িতা বিপণন কেন্দ্রে স্টল বরাদ্দ বিজ্ঞপ্তি


প্রকাশন তারিখ : 2021-06-28

জয়িতা ফাউন্ডেশন পরিচালিত ঢাকাস্থ ধানমন্ডি ২৭ নম্বর রোডে অবস্থিত রাপা প্লাজার ৪র্থ ও ৫ম তলায় জয়িতা বিপণন কেন্দ্র ও ফুড কোর্টের কিছু সংখ্যক স্টল বরাদ্দ প্রদানের জন্য আগ্রহী ও উপযুক্ত নারী উদ্যোক্তাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।  

ক্যাটাগরি  

  • লেডিস জোন (শাড়ী/ সেলোয়ার-কামিজ)
  • জেন্টস জোন
  • কিডস জোন
  • হোম ডেকোর
  • ক্রাফট জোন
  • ফুড জোন              

আবেদনের যোগ্যতা   

 

১। জয়িতা ফাউন্ডেশনে নিবন্ধিত নারী উদ্যোক্তা সমিতি বা ব্যক্তি উদ্যোক্তা ।  
২। মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত নারী উদ্যোক্তা সমিতি ।
৩। আবেদনকারীর বয়স ২০ বছর হতে ৪৫ বছরের মধ্যে হতে হবে ।
৪। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এস.এস.সি পাস হতে হবে ।     

 

আবেদনের সাথে দাখিলযোগ্য কাগজপত্র    

 

১। সমিতি রেজিস্ট্রেশন নবায়ন সনদের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে)।  
২। সমিতির গঠনতন্ত্রের অনুলিপি ।
৩। ট্রেড লাইসেন্সের অনুলিপি । 
৪। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ।
৫। পাসপোর্ট সাইজের ছবি (২ কপি) ।
৬। শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি ।  

 

আগ্রহী উদ্যোক্তা সমিতি ও ব্যক্তি উদ্যোক্তাগণকে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ০৫ জুলাই ২০২১ তারিখের মধ্যে জয়িতা ফাউন্ডেশন কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে অথবা (joyeetastall@gmail.com) ই-মেইলে প্রেরণ করতে হবে। এ বিষয়ে আরও তথ্য জানতে ভিজিট করুন www.joyeeta.gov.bd