করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনার আওতায় জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অনুকূলে ৪% সুদে ঋণ বিতরণ করা হবে। ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা হতে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত এবং ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ২ (দুই) বছর, যা ৬ (ছয়) মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ (আঠার) টি সমান মাসিক কিস্তিতে আদায়/পরিশোধযোগ্য। নারী উদ্যোক্তা/ উদ্যোক্তা সমিতি ঋণের জন্য জয়িতা ফাউন্ডেশন কর্যালয়ে সরাসরি বা সংশ্লিষ্ট ব্যাংক শাখায় আবেদন করতে পারবেন।